In life, we make many mistakes, and many times when we are on the wrong side, we die. Our main goal is to call for a return from the bad path. Delivering the message of truth.

Every day we justify thousands of our sins. There are many excuses. But when worldly danger comes, how impossible becomes possible!
Cheating can be done with everyone. What can be done with yourself, with your Lord?

"Does he not know that God sees?" - Surah Al-A'laq: 14

What Should I do after the obligatory prayers?

It is mustahabb to recite various jikirs and doa-darud after the obligatory prayers. The scholars are of the opinion that this is an important time for accepting prayers. Therefore, as soon as the salaam of the obligatory prayers is returned, it is not proper to get up without dhikr and doa, to start the Sunnat after the standing prayers, or to leave.

It is mustahabb to recite various jikirs and doa-darud after the obligatory prayers. The scholars are of the opinion that this is an important time for accepting prayers. Therefore, as soon as the salaam of the obligatory prayers is returned, it is not proper to get up without dhikr and doa, to start the Sunnat after the standing prayers, or to leave.

Again, many people are seen praying with carelessness and negligence after the obligatory prayers. Such behavior is extreme arrogance and rudeness. Rather, after the obligatory prayers, one should make one's world and the Hereafter beautiful by meditating and praying with attention.

Many hadiths have described the importance of remembrance and supplication at this time. Again, it has been taught in many hadiths that after the obligatory prayers, some dhikr and doa should be done.
Once the Prophet (peace and blessings of Allah be upon him) was asked, which prayer is more likely to be accepted? He said the deep night prayer and the next prayer after the obligatory prayers. -Sahih Tirmidhi: 3499

Islamic scholars recommend reciting the following prayers after each obligatory prayer in the light of the hadith narrated.

One.
َْسْتَغْفِرُ اللَّهَ
Pronunciation: Astagfirullah
Meaning: I seek forgiveness from Allah.
This sentence has to be read three times. -Sahih Muslim: 1372 


Two: اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
Pronunciation: Allahumma Antas Salam, Wa Minkas Salam, Tabarakata Yajal Jalali Wal Ikram.
Meaning: O Allah! Your adjective is Salam. You are the giver of peace. You are kind. You deserve respect and dignity.
The mentioned prayer has to be recited once. -Muslim Sharif: 1362



Three.
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شىء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطى لما منعت ولا ينفع ذا الجد منك الجد
Pronunciation: La ilaha illallah wahdahu la sharika lahu. Lahul Mulku wa Lahul Hamdu. Wa hua ala qulli shayin qadir. Allahumma la-mania lima ataita. Wa-la mutia lima man'ta wala yanfau jal jaddi minkal jaddu.
Meaning: There is no god but Allah. He is single. He has no partner. He is the owner of sovereignty. All praise to her. He is capable of all things. No one can stop you if you give. If you don't give, no one can give, no one can benefit.
This prayer has to be recited once. -Sahih Bukhari and Muslim


Four.
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شىء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له
الدِْينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

Pronunciation: La ilaha illallah wahdahu la sharika lahu. Lahul Mulku. Wa Lahul Hamdu. Wa huwa ala qulli shayin qadir. La haula wa la kuwata illa billahi. La ilaha illallah. Wa la na’budu illa yahoo. Lahun nimatu wa lahul fazlu. Wa Lahus Sanaul Hasanu. La ilaha illallah mukhlisina lahud deena. Wa lau karihal kafirun.
Meaning: There is no god but Allah. He is single. He has no partner. He is the owner of sovereignty. All praise to her. He is capable of all things. There is no one but Allah who has the power to bestow good deeds. No one has the power to stop sins except Allah. I do not worship anyone except Allah. His ability to give abundance and grace. All praise and beauty to her. There is no deity except Allah. For the sake of Allah, we sincerely follow his religion. Although unbelievers are dissatisfied with it.
This prayer has also been asked to be recited once. -Sahih Muslim: 1371


Five.
After each prayer, recite Subhanallah 33 times, Alhamdulillah 33 times and Allahu Akbar 34 times. -Sahih Muslim: 1377

Or Subhanallah 33 times, Alhamdulillah 33 times, Allahu Akbar 33 times. After that 1 time
There is no god but Allah, the One, the Irresistible. There is no partner for Him.
Pronunciation: La ilaha illallah wahdahu la sharika lahu. Lahul Mulku. Walahul Hamdu. Wahua Ala Qulli Shayin Qadir.
Meaning: There is no god but Allah. He is single. He has no partner. He is the owner of sovereignty. All praise to her. He is capable of all things. -Sahih Muslim: 1380


Six:  
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا

وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ


Pronunciation: Allahumma inni aujubika minal jubni. Wa auzu bika an arudda ila arjalil umuri. Aujubika Min Fitnatid Duniya. Auju Bika Min Ajabil Kabri.
Meaning: O Allah! I seek refuge in you from cowardice. Seek refuge from senile disability. I want refuge from the fitna of the world. I seek refuge from the torment of the grave.
The described prayer also has to be recited once. -Sahih Bukhari: 2822


Seven.
Recitation of Surah Ikhlas, Surah Falaq and Surah Nas at once. -Sunan Abu Dawood: 1225


Eight.
اَللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
Pronunciation: Allahumma ainni ala jikrika wa shokrika wa husni ibadatika.
Meaning: O Allah! Give me a chance to jiggle you. Give me a chance to be grateful for your blessings. Give me a chance to worship you beautifully.


This prayer also has to be recited once. -Sunan Abu Dawood: 1524
Read the following words whenever you have time.


It is very normal to be wrong as a human being. We will evaluate your logical comments, if necessary, inbox us. We will respond, God willing.
(Admin panel)









ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া-দরুদ পাঠ করা মোস্তাহাব। আলেমদের অভিমত হলো, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটা। তাই ফরজ নামাজের সালাম ফিরানো মাত্রই জিকির ও দোয়া না করে উঠে পড়া, দাঁড়িয়ে নামাজ পরবর্তী সুন্নত শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিৎ।
ফরজ নামাজের পরে বিভিন্ন জিকির ও দোয়া-দরুদ পাঠ করা মোস্তাহাব। আলেমদের অভিমত হলো, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় এটা। তাই ফরজ নামাজের সালাম ফিরানো মাত্রই জিকির ও দোয়া না করে উঠে পড়া, দাঁড়িয়ে নামাজ পরবর্তী সুন্নত শুরু করা কিংবা চলে যাওয়া অনুচিৎ।
আবার অনেককে দেখা যায়, ফরজ নামাজের পর অমনোযোগিতা ও অবহেলার সঙ্গে দোয়া করে থাকে। এমন আচরণ চরম ধৃষ্ঠতা ও বেয়াদবি। বরং ফরজ নামাজের পর মনোযোগের সঙ্গে জিকির ও দোয়া করে নিজের দুনিয়া ও আখেরাতকে সুন্দর করা উচিৎ।
অনেক হাদিসে এ সময় জিকির ও দোয়া করার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আবার অনেক হাদিসে শিখানো হয়েছে ফরজ নামাজের পর কোন কোন জিকির ও দোয়া করতে হবে।
একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, কোন দোয়া কবুলের অধিক সম্ভাবনা রাখে? তিনি ইরশাদ করলেন, গভীর রাতের দোয়া আর ফরজ নামাজ পরবর্তী দোয়া। -সহিহ তিরমিজি: ৩৪৯৯
বর্ণিত হাদিসের প্রেক্ষিতে প্রত্যেক ফরজ নামাজের পর নিম্নবর্ণিত দোয়াসমূহ পাঠ করার পরামর্শ দিয়ে থাকেন ইসলামি স্কলাররা।
এক.
أَسْتَغْفِرُ اللَّهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
এ বাক্যটি তিন বার পাঠ করতে হয়। -সহিহ মুসলিম: ১৩৬২
দুই.
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম।
অর্থ: হে আল্লাহ! তোমার গুণবাচক নাম সালাম। তুমি শান্তিদাতা। তুমি কল্যাণময়। তুমি সম্মান ও মর্যাদার অধিকারী।
‍উল্লেখিত দোয়াটি এক বার পাঠ করতে হয়। -মুসলিম শরিফ: ১৩৬২
তিন.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ اَللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আল্লাহুম্মা লা-মানিয়া লিমা আতাইতা। ওয়া-লা মুতিয়া লিমা মানা’তা ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু।
অর্থ: আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি একক। তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি। সকল প্রশংসা তার। তিনি সব কিছুর ওপর সামর্থ্যবান। আপনি দিলে কেউ বাঁধা দিতে পারে না। আপনি না দিলে কেউ দিতে পারে না, কেউ উপকার করতে পারে না।
এ দোয়াটি একবার পাঠ করতে হয়। -সহিহ বোখারি ও মুসলিম
চার.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ مُخْلِصِيْنَ لَهُ
الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু। ওয়া লাহুল হামদু। ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদির। লা হাউলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি। লা ইলাহা ইল্লাল্লাহু। ওয়া লা না’বুদু ইল্লা ইয়্যাহু। লাহুন নি’মাতু ওয়া লাহুল ফাজলু। ওয়া লাহুস সানাউল হাসানু। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ দ্বীনা। ওয়া লাউ কারিহাল কাফিরূন।
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একক। তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি। সকল প্রশংসা তার। তিনি সবকিছুর ওপর সামর্থ্যবান। নেক কাজের তওফিক দান করার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই। গুনাহ থেকে বিরত রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করি না। প্রাচুর্য দেওয়ার ও অনুগ্রহ করার ক্ষমতা তার। সকল প্রশংসা ও সৌন্দর্য তার। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা একনিষ্ঠ ভাবে তার দ্বীন মেনে চলি। যদিও অবিশ্বাসীরা তাতে অসন্তুষ্ট হয়।
এই দোয়াটিও এক বার পাঠ করার কথা বলা হয়েছে। -সহিহ মুসলিম: ১৩৭১
পাঁচ.
প্রত্যেক ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার ও আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করা। -সহিহ মুসলিম: ১৩৭৭
অথবা সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার। এর পর ১ বার
لَا إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু। লাহুল মুলকু। ওয়ালাহুল হামদু। ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি একক। তার কোনো শরিক নেই। সার্বভৌমত্বের মালিক তিনি। সকল প্রশংসা তার। তিনি সবকিছুর ওপর সামর্থ্যবান। -সহিহ মুসলিম: ১৩৮০
ছয়.
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا
وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি। ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরজালিল উমুরি। আউজুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া। আউজু বিকা মিন আজাবিল কাবরি।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে ভীরুতা থেকে আশ্রয় চাই। বার্ধক্যজনিত অক্ষমতা থেকে আশ্রয় চাই। দুনিয়ার ফেতনা থেকে আশ্রয় চাই। কবরের আজাব থেকে আশ্রয় চাই।
বর্ণিত দোয়াটিও এক বার পাঠ করতে হয়। -সহিহ বোখারি: ২৮২২
সাত.
সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস এক বার করে তেলাওয়াত করা। -সুনানে আবু দাউদ: ১২২৫
আট.
اَللَّهُمَّ أَعِنِّى عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শোকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ: হে আল্লাহ! আমাকে তোমার জিকির করার সুযোগ দাও। তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দাও। সুন্দরভাবে তোমার ইবাদতের সুযোগ দাও।

এই দোয়াটিও এক বার করে পাঠ করতে হয়। -সুনানে আবু দাউদ: ১৫২৪
যখনি সময় পাবেন তখনি নিচের শব্দগুলো পাঠ করবেন।



মানুষ হিসেবে ভুল হওয়াটা খুব স্বাভাবিক। আপনাদের যৌক্তিক মন্তব্যগুলোকে আমরা মূল্যায়ন করবো, প্রয়োজনে আমাদের ইনবক্স করুন। আমরা সাড়া দেব ইনশা আল্লাহ।
(এডমিন প্যানেল)

Post a Comment

Previous Post Next Post